“সময়ের আত্মা” কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
450
আজাদুর এনকে

“সময়ের আত্মা”

কবি আজাদুর রহমান

ঠিক কি কি কারণে আমি আবার
মানুষ হয়ে উঠতে পারি-
সেসবের একটা তালিকা করতে গিয়ে দেখি
আমি অনেকগুলো নদীর নাম ভুলে গেছি,
ভুলে গেছি পরশু দিনের ব্যথা।

শীতের দুপুরে এমনি এমনি
খালি হয়ে আসে সময়ের আত্মা,
মনে হয় আমার কেউ নাই।
নিঃশ্বাস ছোট হতে থাকে,
মনে হয়
মৃত্যু ছাড়া সামনে আর কিছু নাই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“গণতন্ত্র “- রফিকুল কাদিরের কবিতা
পরবর্তী নিবন্ধসুমন দত্ত’র দুটি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে