“অসঙ্গতি” – সোহেল রানা শুভ’র কবিতা

0
710
সোহেল এনকে

“অসঙ্গতি”
_____সোহেল রানা শুভ

ঘরে ঘরে হাহাকার
অসঙ্গতি অবিচার।
দুর্নীতিতে ভরছে দেশ
দেশপ্রেমের নেই তো লেশ।

জুলুম আর অত্যাচার
লুটপাট চাঁদাবাজ,
জর্জরিত আমজনতা
কলুষিত সমাজ।

নেতা আছে নীতি নাই
চোখ আছে ঘুম নাই।
শোষকের সুখ বালাই নাই শাসকের শাসন অন্ত নাই।

শিক্ষার আলোয় আলোকিত মনুষ্যত্বের হয় বিকাস,
আফসোস! তবুও অকুতোভয় সেথায় কেনো সন্ত্রাস?

সম্মান আর ভালোবাসা
পুস্তকে আছে গাঁথা,
প্রেক্ষাপটে শূণ্য খাতা
শিক্ষাগুরুর ফাটায় মাথা।

নির্লজ্জের গমনাগমন
সুশীলের পুনরাগমন,
বৃথা আস্ফালন
হতাশায় জন মন।

ক্রমে জাতি বিকলাঙ্গ
নত তার শির,
অপহরণ মানবতা
পাপে জমেছে ক্ষীর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসুমন দত্ত’র দুটি কবিতা
পরবর্তী নিবন্ধ“নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস” -মনিমূল হক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে