নাজমুল হাসান,নাটোরকন্ঠ: নাটোর করোনা সংকটের প্রথমদিন থেকে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে উপস্থিত হয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে সহায়তা সামগ্রী তুলে দেন তিনি। এরই ধারাবাহিকতায় সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেও বুধবার (২০ মে) নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্নস্থানে খাদ্যসহায়তা বিতরণ করেন তিনি। এসময় রত্না আহমেদ বলেন, করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষজন কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। তাই আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নিরলসভাবে সাধারণ মানুষের পাশে রয়েছি। একজন মানুষও যেন ক্ষুধার জ্বালায় কষ্ট না পায়, সেজন্য আমার পরিবারের সদস্যদের অর্থায়নে প্রতিষ্ঠিত ‘ফুড ব্যাংক’ এর মাধ্যমে নিয়মিত খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছি। যতোদিন বেঁচে থাকবেন, ততদিন মানুষের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন রত্না আহমেদ।
নাটোরে সংসদ সদস্য রত্না আহমেদের খাদ্য সহায়তা অব্যাহত
Advertisement