নলডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পান, সাড়ে ৩ কোটি টাকার আম লিচু পেঁপের ক্ষতি

0
645
Naldhanga

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরে নলডাঙ্গায় ঘূর্ণিঝড আম্পানের প্রভাবে ঘরবাড়ি, ফসল এবং আমের ব্যাপক ক্ষতি হয়েছে। আম্পানের প্রভাবে গতরাত বৃস্পতিবার ১ টার দিক থেকেই প্রবল বেগে ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টি শুরু হয়। এতে ভুট্টা পাট তিল কলাবাগানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। স্থান ভেদে ২০ থেকে ৩০ শতাংশ আম এবং লিচু ঝরে পড়ে যায়।কৃষি বিভাগ জানিয়েছেন আম,লিচু ও পেঁপের ৩ কেটি ৪৬ লক্ষ্য ২৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।গাছ উপড়ে সড়কে চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কিছু গাছের ডালপালা ভাঙলেও কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এখনো ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাস এখনও অব্যাহত রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান ১২০ হেক্টর বোরো ধান,রবি শস্য ৫৬৫ হেক্টর,খরিপ ৩২৫ হেক্টর,পাট ৭৮ হেক্টর,কলা ৪৪ হেক্টর, আম ৮২ হেক্টর,লিচু ৩৫ হেক্টর,সবজি ২২ হেক্টর আক্রান্ত হয়েছে।এর মধ্যে আম লিচু কলা,পেঁপের ক্ষয়ক্ষতি হয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ২৩ হাজার টাকা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশের এএসআই নিহত
পরবর্তী নিবন্ধযে যার মত -কবি শাহিনা খাতুন’এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে