নাটোরে ঘুর্নিঝড় আম্পান,৬২ কোটি টাকার ফসলহানী

0
690
Mango

নাটোরকন্ঠ:

নাটোরে ঘুর্নিঝড় আম্পানের প্রভাবে গত রাতের দীর্ঘস্থায়ী ঝড়ে আম, লিচু, কলা, পেপে, ভুট্টাসহ বিভন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক আপাধাপাক ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে অনেক গাছ পালা।গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ে বনপাড়া -হাটিকুমরুল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সেগুলো অপসারন করার পরে যান চলাচল স্বাভাবিক হয়।তবে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় জেলার বিভিন্ন অংশে এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে ।

নাটোর কৃষি সম্প্রসরন অধিদপ্তর জানায়, ঘুর্নিঝড় আম্পানের প্রভাবে মৌসুমি ফল আম, লিচু, পাট ,ভুট্টা, কলা পেপে সহ মোট ১০টি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে এখন পর্যন্ত জেলায় ৬২হাজার ৬৭০হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান,১২০ হেক্টর বোরো ধান,রবি শস্য ৫৬৫ হেক্টর,খরিপ ৩২৫ হেক্টর,পাট ৭৮ হেক্টর,কলা ৪৪ হেক্টর, আম ৮২ হেক্টর,লিচু ৩৫ হেক্টর,সবজি ২২ হেক্টর আক্রান্ত হয়েছে।এর মধ্যে আম লিচু কলা,পেঁপের ক্ষয়ক্ষতি হয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ২৩ হাজার টাকা।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম জানান, উপজেলায় ৪১০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবার। চাষিরা ১১০ হেক্টর জমির লিচু আহরণ করলেও ৩০০ হেক্টর জমির শতকরা ২৫ ভাগ লিচু নষ্ট হয়েছে। এছাড়া ২৯২ হেক্টর বাগানের মধ্যে শতকরা ২৫ ভাগ আম নষ্ট হয়েছে।

বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানান, উপজেলায় ১২২৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে যার শতকরা ২০ ভাগ অর্থ্যাৎ ২৪৫ হেক্টর বাগানের আম ও শতকরা ১০ ভাগ লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার বলেন, সম্পূর্ন ক্ষতি হয়েছে ১হাজার ২৪ হেক্টর জমির ফসল। যার মধ্যে মৌসুমি ফল আম ৮৩৪ হেক্টর, লিচু ৬৯হেক্টর। টাকার অংকে যার মূল্য প্রায় ৬২ কোটি টাকা ।

তবে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, তিনি নাটোর রাজশাহী মহাসড়কের পাশ দিয়ে নাটোর সদর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলার কিছু অংশ পরিদর্শন করেছেন। কিছু আম, লিচু ও ভুট্টার ক্ষতি হয়েছে। তবে ব্যাপক পরিমাণ ক্ষয় ক্ষতি তারঁ চোখে পড়েনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে ঝড়ে অসহায় শামুকখোল পাখির ঝাক রান্না করে খেল গ্রামবাসী
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় ১১ পুলিশ সদস্য কোয়ারেন্টেনে,আক্রান্ত ২ জন আইসোলেশনে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে