বাগাতিপাড়ায় আম্পানের তান্ডবে হারালো ভ্যান চালকের মাথার চাল

0
666
Storm

সেলিম রেজা,বাগাতিপাড়া নাটোরকন্ঠ: নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন এলাকায় বুধবার (২০ মে) রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে আম,লিচু, কলা, পেপে,ধান, ভুট্টাসহ বিভন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কাঁচা ও সেমি পাকা বাড়িঘর বিধ্বস্তসহ ভেঙ্গে পড়েছে অনেক গাছপালা। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ১ নং পাঁকা ইউনিয়ন এলাকার গালিমপুর গ্রামের মোঃ সেকেন্দার বিশ্বাসের ছেলে শাহিন আলী বিশ্বাসের (২০) মে রাতে নিজের বসতঘর ঘূর্ণিঝড় আম্পানের কারণে ভেঙ্গে পড়েছে, শাহিন পেশায় একজন ভ্যান চালক করোনা ভাইরাসের দুর্দিনের সময় তার এমন ক্ষয়ক্ষতি হওয়ায় তিনি এখন তার পরিবার নিয়ে রাস্তায় তার নেই কোনো থাকার ঘর। ক্ষতিগ্রস্ত ব্যক্তি শাহীন বিশ্বাস জানান,আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে করোনা ভাইরাসের মধ্যে কর্ম করতে পারিনা, ঠিক মতন বউ ছেলে মেয়েদের খেতে পড়তে দিতেও পারি না, এসময় আমার এতো ক্ষয়ক্ষতি হওয়াতে আমি অনেক আতঙ্কের মধ্যে পড়েছি যদি কোন সহৃদয় ব্যক্তি বা রাজনৈতিক,প্রশাসনিক ব্যক্তি আমাদের এ দুঃসময়ে পাশে এসে দাঁড়ান তাহলে আমরা অনেকটাই সাবলীল হতে পারব।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদিঘাপতিয়া বালিকা শিশু সদনে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে তিন হাজারের অধিক মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে