আমি জল
শেখ রিপন
নিজেকে মাঝে মাঝে জল ভাবি!
যেমন ধরুন… কখনো ভাসি
কখনো উড়ি,
কখনো হাওয়াই দুলি ঢেউয়ে ঢেউয়ে
কখনো কাঁদি অঝর বৃষ্টি হয়ে…।
কখনো ভেজাই বৃক্ষ তরুলতা
তৃষ্ণাতুর মৃত্তিকা, খা-খা মরুভূমি
কখনো হাসাই সবুজ সজিবতা
ফুলফল ঘাস, জলখেলা হাস
কখনো প্রবল স্রোতে ভাঁঙি মাটির বুক
নদীর উঁচু উঁচু পারের বসতি ঘর।
কখনো রুপ নেই, মহাসুনামি ঝড় তুফান
কখনো রুপ নেই, শীতল ছোঁয়া বরিষণ
কখনো মুছেঁ দেই, অনাবৃষ্টির খড়াতাপ
কখনো মুছেঁ দেই, কৃষকের মাঠে আর্দ্রতার অভাব।
“আমি জল হৃদয়ে প্রবল বল…
অনন্ত অবধি সর্বময় স্থীতি সবল “
Advertisement