ঝড়ের পরে [][] আসাদজামান এর কবিতা

0
557
Md Asaduzzaman

ঝড়ের পরে [][] আসাদজামান

জানালার ফাঁক দিয়ে দেখি
রাতের তারাও ফের,
তান্ডবে ক্ষতি হয়ে গেল কত কিছু;
সাথে বহু চিংড়ি ঘের।

আমাদের চিরচেনা ডানা মেলা পাখি;
ঝড়ো হাওয়া পরিবেশ,
গাছপালা শস্যের মেলেনি হদিস
হয়তো নিরুদ্দেশ!

কি শহর গাঁয়,ধেয়ে আসে গতিবেগ
বাতাসের পায়।
আমি শুধু ঘরে বসে ছবি দেখি তার
ভেতর ভেতর দাবি আমজনতার।

অনেক দেখেছি ঝড় লালন করিম
দিব্যি ভাসে জলে ও তান্ডবে…
জীবনের জলোচ্ছ্বাসে সবকিছু হারা
কূলের কিনারে এসে গৃহহীন তারা।

আমাদের ঝড় একাএকা নিজে
আগবাড়িয়ে শুধু বৃষ্টিতে ভিজে।
টিভির চ্যানেল ঘুরে উপকূলে রাখি চোখ
তবু আমি জনতার লোক!

তান্ডবই বাঁচিয়ে রাখে বাড়িয়ে বুকের ঘের
বয়স এমন কি কম! দেখেছি আমিও ঢের
আগেও অনেক জানিয়েছি শোক
এই আমি জনতার লোক!!

কোনদিন উপকূলে হয়নিকো যাওয়া
কেন জানি পরিচিত হায়! ঝড়ো হাওয়া।
আমি কেবল ঘরে বসে ছবি দেখি তার
ভেতর ভেতর দাবি আমজনতার!

২২.০৫.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনা টেস্টের নামে বেসরকারি হাসপাতালে কি হচ্ছে? সরকারি হস্তক্ষেপ প্রয়োজন
পরবর্তী নিবন্ধচ্যানেল টোয়েন্টিফোর/ নাজমুল হাসান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে