সাইকো সিরিজ-২ – আহমেদ শিপলু’র কবিতা

0
657
Shiplu

সাইকো সিরিজ-২
আহমেদ শিপলু

মানুষের চুমুহীন ঠোঁট ঠুকরে খায় নিরুপদ্রব চাঁদ!
নিস্ফলা জ্যোৎস্নায় মাঠেরা গেছে বিদ্রোহের মিছিলে।
ক্ষমতার আঙুলগুলো পিঁপড়ের কাঁধে, সন্তর্পণে চলেছে মজুদঘরে।

করতলে আদিম বাসনা।
দালিলিক দুনিয়ায় ভাঁটফুলেরা স্বীকৃতি পেলো না।
গল্প থেকে উঠে আসা মিথের কুড়াল, ভীষণ কোপে নেমে গেছে মাথা ও ধড়!

সুপ্রভাত সম্ভাষণে সস্তা জীবন।
রাস্তার মোড়ে মোড়ে প্রার্থনালয়
পলাতক ঈশ্বরের খোঁজে আরো কিছু পাহাড় কাটা যেতে পারে, আরো কিছু পাথর আগলে দাঁড়াবে পথ।

ইতর পরাগযোগে পাওয়া মধু ও মল।
চেটেপুটে খাওয়া হলে ঠোঁট ও জিহবা মন্ত্রপাঠে যৌনতার নিষিদ্ধতায় নিমগ্ন।
মৌমাছিরা ঈশ্বর নয়, তাই তাদের নামে কোনো চূড়া নেই, স্তম্ভ নেই, স্তোত্রপাঠের জন্য নেই পাথুরে ভবন।

২৭ মে ২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধউৎসব সংস্কৃতি ও বাংলাদেশ – স্বকৃত নোমান
পরবর্তী নিবন্ধসিংড়ায় বিদ্যুৎ পৃষ্টে মৎস্যচাষী নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে