তুমি ভাবলেই তুমি নাহলে জনৈকা যেমন- কাজী আতীকের কবিতা

0
635
Qazi Atiq

তুমি ভাবলেই তুমি নাহলে জনৈকা যেমন-
কাজী আতীক

বলা না বলায় যেটুকু তফাৎ
সেটুকু জানা না জানায় কেটে গেলো এযাবৎ কাল
তারপরও কিছু সমঝোতা কিছু সংঘাত
কিছু কিছু রুচি অরুচির মতো আপাত সংযোগ
তবুও অক্ষত ছিলো আরাধ্য ভাবনাগুলো
নিরন্তর এক দুঃখ দুঃখ সুখানুভব যেমন,

অতঃপর এক আনকোরা বোধ
জড়ো হয়, জড়িয়ে থাকে অবিরত, সম্পূর্ণ হৃদয়
সংযত অসংযত ইচ্ছা অনিচ্ছার এক ভিন্ন বোধোদয়,

দেখা না দেখায় যেটুকু তফাৎ
পরিশুদ্ধ পারিজাত দৃশ্য অদৃশ্য স্বর্গীয় শোভন
প্রেম অপ্রেম বিরহ বোধে অন্তর পোড়ে না আর,
স্বসম্মোহন এক অদ্ভুত যাপনে জেনেছি অবশেষে
আরাধ্য অনুরাগ বিরাগ এক সংকল্প কেবল,

তোমাকে তুমি ভাবলেই তুমি নাহলে জনৈকা যেমন-
আত্মিক জনান্তিক বিষয়াদি সব এক ধারণা প্রাক্কলন।

(নিউ ইয়র্ক ১১ মে ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনারী ও নদীর গল্প -অনুপম সৌরিশ সরকারের কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে সুষ্ঠু-সঠিক রেশন কার্ড প্রনয়ণে ত্রাণ কমিটির সাথে মেয়রের মতবিনিময়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে