চিরধন্ধ – কবি আতোয়ার হোসেন এর কবিতা

0
592
Atoar

চিরধন্ধ
আতোয়ার হোসেন

উদয়াস্ত ন্যস্ত কোলাহল
নদীর মাথায় সিঁথ কাটা এক গ্রাম,
স্বর্গ থেকে সন্ন্যাস সাধনার
পাঠালেন এক সবুজ মতো খাম।

আমার কী রে ক্ষ্যামতা মহাজন,
সারাদিনের স্রোতের ভেতরে
চর জাগানো রিপু আটকায় বল?
কী খাবো আর কী হাগবো সারে!

ঘাড়ে আমার পাপের কাছারি,
হাতে আছে কাঁচা মাংশ তেজ–
দাঁত বসালে নদীর তরঙ্গে
জীবন এবং সন্ন্যাসও নিস্তেজ।

যোনি দিচ্ছে, শিশ্ন দিচ্ছে জোড়
বিছনা দিচ্ছে, দিচ্ছে শুতে ঘর,
আবার কেন বাতাসি আহ্বান
আবার কেন সন্ন্যাসঅলা গান?

যা খুশি কর তুই মহাশয়, যা,
ইন্দ্রীয়টা সবার আগে ধর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগণপরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি মনিটরিংএ মাঠে নাটোরের ডিসি এসপি
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগ নেতা টুটুলের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে