নাটোরে পালিয়ে আসছেন জয়পুরহাটের করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী…অতঃপর কি হলো ?

0
506
নাটোর করোনা আপডেট

নাটোর কণ্ঠ: জয়পুরহাটের  পাঁচবিবি উপজেলায় করোনা কোভিড ১৯ আক্রান্ত স্বামী-স্ত্রী নাটোর আত্বীয় বাড়িতে বেড়াতে গেছেন। গতকাল রোববার স্বাস্থ্য বিভাগের লোকজন আইসোলেশনে নেওয়ার জন্য বাড়িতে গিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর কাউকে পাননি। পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ অ্যান্ড এফপিও) শহিদ হোসেন রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৩০৪ টি নমুনা পরীক্ষার ফল এসেছে। এরমধ্যে নয়টি পজিটিভ ফল পাওয়া গেছে। নতুন আক্রান্ত নয় জনের মধ্যে পাঁচবিবি উপজেলার তিন জন, আক্কেলপুর উপজেলার তিন জন, কালাই উপজেলার এক জন, জয়পুরহাট সদর উপজেলার এক জন ও ক্ষেতলাল উপজেলার এক জন। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১২ জন। আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১০৭ জন।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদ হোসেন জানান, এ জেলায় নতুন নয় জনের মধ্যে পাঁচবিবি উপজেলার স্বামী-স্ত্রীসহ তিন জন রয়েছেন। তাঁদের মধ্যে এক জন গর্ভবতী নারী রয়েছেন। রোববার সকালে আইসোলেশনে নিতে আক্রান্তদের বাড়িতে যাওয়া হয়েছিল। করোনা শনাক্ত হওয়া গর্ভবতী এক নারীকে তাঁর বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বামী-স্ত্রীকে তাঁদের বাড়িতে পাওয়া যায়নি। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা ঢাকা ফেরত ছিলেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী নাটোর এক আত্বীয়র বাড়িতে বেড়াতে গেছেন বলে প্রতিবেশীরা আমাদের নিশ্চিত করেছেন। আমি এ ঘটনাটি ইউএনওকে জানিয়েছি। ইউএনওকে  প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁদের স্বামী-স্ত্রীকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে অনুরোধ করেছি।

পাঁচবিবির ইউএনও নাদিম সরোয়ার বলেন, করোনা শনাক্ত হওয়া স্বামী-স্ত্রী বাড়িতে ছিলেন না বলে জেনেছি।

জয়পুরহাট পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনছুর রহমান নাটোর কণ্ঠকে জানান, নাটোরে পালিয়ে যাচ্ছে করনা দম্পতি এমন খবর আমরা পাওয়ার সাথে সাথেই তাদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নওগাঁর আত্রাই উপজেলা থেকে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা আইসোলেশন রয়েছেন।

এদিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা নাটোর কন্ঠকে জানান, নাটোর আসার পথে তাদেরকে রেস্কিউ করে জয়পুরহাট আক্কেলপুর আইসোলেশনএ রাখা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের আজও দুই জন করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধনাটোরে ৫৮০ পিস ইয়াবা ও ৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে