নাটোরকন্ঠ:নাটোরের লালপুরে মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফ আলী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাত ঘটিকায় উপজেলার ৩নং চংধুপইল ইউনিয়নের চংধুপইল গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়, এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।নাটোরকন্ঠ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
Advertisement