গ্রামের সন্ধ্যা- মাসউদ আহমাদ
গ্রামের সন্ধ্যাটা মনোরম। গোধূলির শেষ আলোটুকু মুছে গেলে সমস্ত চরাচরে একটা অলৌকিক আবহ ধরা দেয়, কুয়াশা ঢাকা ভোরের মতো। আদৌতে এ কুয়াশা নয়। ভোর হওয়ার যেমন প্রস্তুতি থাকে, সন্ধ্যাও প্রস্তুতি নেয় দিনশেষে তীব্র আলো-হাওয়া নিভে যাওয়ার। পাড়ায় পাড়ায় মসজিদের আজান ভেসে আসে, পাখিরা ঘরে ফেরে, ফেরে মেঘেরাও; মেঘ রঙ বদল করে। একটা দিন ফুরিয়ে যাওয়ার ঘণ্টা বেজে যায়, নীরবে।
সন্ধ্যার পর, গ্রামের চেনা পৃথিবী অচেনা হয়ে ওঠে। দারুণ মিঠে হাওয়া বয়ে চলে। এই হাওয়া গায়ে লাগলে গা কেমন করে ওঠে। ঘরে ফেরা পাখির কিচিরমিচির কানে আরাম দেয়। চোখ পুলকিত হয় নরম আলোর গন্ধে। আছে জোনাকির মৃদু ও চমৎকার আলোর বিকিরণ। অন্ধকারেরও সৌন্দর্য আছে, সন্ধ্যার পরেই কেবল অনুভব করা যায়। হাত বাড়িয়ে ছোঁয়া না গেলেও এই আলোছায়ার বিভা মনকে উদ্বেলিত করে। অনেকদিন পর, গ্রামে এসে ব্যাপারটা আবারও বুঝতে পারলাম।
জীবন ধরা দেয় গাঢ় সংবেদন নিয়ে। এ জীবনের বাঁকে একবার দাঁড়িয়ে বুক ভরে শ্বাস না নিলে স্থিরছবি ও ভিডিও দেখে হয়ত তা বোঝা যাবে না।
~ মাসউদ আহমাদ