হারিয়ে গেছে -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
501
Shaheena Ronju

হারিয়ে গেছে

কবি শাহিনা খাতুন

গুনে গুনে ছওয়াব চাইনা বলে
তসবিদানা ছেড়ে দিয়েছি
বদলে ভিক্ষার ঝুলি কাধে নিয়েছি
কী চাইছি নিজেই জানিনা।
পূর্ব জনমের ভুলের জের পাপের জের
আর এ জন্মেও চাল ডাল নুনের জের
আবারও আছে এস এস সি থেকে মাস্টার্সের জের
এসব পাপ আর জ্ঞানহীনতার জের কবে শেষ করে
হাত পাতবো সে অপেক্ষায় আছি
সক্রেটিসের কাছেই যে ঋণের বোঝা নিয়ে বসে আছি
সে ভারে ন্যুব্জ হয়ে আছি।
আজকাল কারও মুখপানে চাইনা
বড় মায়া লাগে
সবগুলো মুখে কান্না লেগে আছে
ভুলের কান্না অসুখের কান্না আর অবুঝের কান্না
পথিক পেয়ে গেছি ঝুলি পেয়ে গেছি
শুধু পথের বাঁকটা কোথায় যেন হারিয়ে গেছে।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পালালো এনজিও মালিক
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে