হারিয়ে গেছে
কবি শাহিনা খাতুন
গুনে গুনে ছওয়াব চাইনা বলে
তসবিদানা ছেড়ে দিয়েছি
বদলে ভিক্ষার ঝুলি কাধে নিয়েছি
কী চাইছি নিজেই জানিনা।
পূর্ব জনমের ভুলের জের পাপের জের
আর এ জন্মেও চাল ডাল নুনের জের
আবারও আছে এস এস সি থেকে মাস্টার্সের জের
এসব পাপ আর জ্ঞানহীনতার জের কবে শেষ করে
হাত পাতবো সে অপেক্ষায় আছি
সক্রেটিসের কাছেই যে ঋণের বোঝা নিয়ে বসে আছি
সে ভারে ন্যুব্জ হয়ে আছি।
আজকাল কারও মুখপানে চাইনা
বড় মায়া লাগে
সবগুলো মুখে কান্না লেগে আছে
ভুলের কান্না অসুখের কান্না আর অবুঝের কান্না
পথিক পেয়ে গেছি ঝুলি পেয়ে গেছি
শুধু পথের বাঁকটা কোথায় যেন হারিয়ে গেছে।
Advertisement