অচেনা আমি
কবি গোলাম কবির
আমি মানুষটাকে এখন আমিই
চিনিনা! কেমন জানি একটু
পাগলাটে টাইপের, লোকে বলে।
এক সময় আমি মানুষের সঙ্গ
খুব পছন্দ করতাম, তুমুল আড্ডাবাজ
ছিলাম, বন্ধুরা সবাই বলাবলি করে
আড়ালে, আবডালে। আর এখন?
এখন আর মানুষের সঙ্গ
আমার লাগে না ভালো,
বরং একাএকা থাকতেই
মনেহয় বেশি ভালবাসি!
দিনের বেলায় মনেহয়
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে!
রাত যখন একটু একটু করে বাড়ে,
তখন এই শহরের নদী গুলোর
কান্নায় আমার ঘুম আসে না,
দখলদার মানুষ বলে ওরা
আমাকেও ওদের দলের ভেবে নিয়ে
একচেটিয়া নালিশ জানাতে থাকে,
মানুষের বিরুদ্ধে! লজ্জায় আমার
মাথা হেঁট হয়ে আসে এবং ঘুম
ততক্ষণে উধাও হয়ে যায়!
মানুষের শোরগোল একদমই
ভালোলাগে না! মানুষের মধ্যে আমি
এখন আর মানুষ খু্ঁজে পাইনা তো,
তাই কেমন জানি ভয়ভয় লাগে।
কেউ হয়তোবা আমার উপর
রাগ করতে পারেন কিন্তু
যে কথা বললাম, এটা সত্যিই
আমার হৃদয়ের কথা!
আমিও হয়তোবা মানুষ নই,
নষ্ট সময়ের ভীতু ও নির্বাক
এবং আপোষকামী মানুষ!