অনিমেষ এর শেষ ট্রেন
কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী
আমার ছয়জনার এই ডাইনিং টেবিলটাতে
একটি চেয়ার খালিই পড়ে থাকে
মনে মনে আমি ওটা
তোমার জন্য রেখেছি অনিমেষ
তুমি এসে খেয়ে যাও পরম নির্ভরতায়
দুটো ডাল, ভাত
মাছ, মাংসে অনাগ্রহ তোমার
খুব কম চাহিদা
আমি হাত বাড়িয়ে তোমার পাতে
কিছু তুলে দিতে চাইলেও তুমি নাওনা
তোমাকে শেষ ট্রেনটি ধরতে হবে
তাই তোমার চোখে মুখে হতাশা ও ক্লান্তি
বিপ্লবী তুমি, এক গ্রাম থেকে অন্য গ্রাম
এক জায়গা থেকে অন্য জায়গা
ছুটে চলো নিরন্তর
কাজেই ভালো খাবারের চেয়ে
দেশটা যেনো ভালো থাকে
দেশের মানুষ যেনো ভালো থাকে
সবাই যেনো একদিন
এক কাতারে আসে সে চেষ্টাই
করে চলেছো নিরন্তর
অনিমেষ আমার চোখে থাকে পরিবার
তোমার চোখে এই দেশ
তুমিই তো আসল, সংগ্রামী
বিপ্লবী মহানায়ক অনিমেষ।
Advertisement