অপেক্ষা – কাজী লাবণ্য’র কবিতা

0
200
kazi-l

অপেক্ষা / কাজী লাবণ্য

পুড়ছে পুড়ছে পুড়ছে-
কতিপয় লোভীর লালসার অনলে
ছাপ্পান্ন হাজার বর্গমাইল পুড়ছে।
মানবতার ছাই উড়িয়ে-
অঙ্গার হচ্ছে জীবন পন্থী জীবন।

সকল বিদ্যাপীঠের সমস্ত কোলাহল
স্তব্ধ হয়ে গেছে।
প্রিয় মুখ, প্রিয় স্বজন কয়লা হয়ে গেলে,
বিলাপ, আর্তনাদে বাতাস ভারী
আকাশ নিথর।

গন্ডমুর্খ অর্বাচীন কিছুসংখ্যক
রাবণের ক্ষুদ্রতায় চারিদিকে-
আতংক আহাজারি।

কবে আবার সুস্থ্য হবে স্বদেশ !
কবে বেজে উঠবে মৌন নূপুর ! !
অপেক্ষায় আছি- আমরা প্রত্যেকেই অপেক্ষায় আছি ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে শাহনেওয়াজ মোল্লাকে আওয়ামী লীগের একক মেয়র প্রার্থী ঘোষণা
পরবর্তী নিবন্ধবুকের বহ্নি – জাফর ওবায়েদ এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে