অস্পষ্ট ভালোবাসা
সুরজিত সরকার
দেয়াল পার হলেই পাল্টে যায় অর্থ,
সমার্থক শব্দের ;
স্রোতে গা ভাসানোর জন্য
স্রোতের প্রয়োজন,
নইলে বাঁধা জলে ডুবতে হয়।
শেকর টেকর কিছু নেই সবই মায়া
অতীতহীন।
একটা ছক আঁকড়ে বাঁচতে গেলেও
ছক আঁকা জানতে হয়।
শ্যাওলা ধরা উঠোন,
নোনা ধরা দেয়ালে ফুটে উঠা চিত্রই
জীবন ঘনিষ্ঠ করে তোলে আমাকে।
রাজনীতি বুঝতে পড়তে শিখতে পারিনি,
শুধু পেরেছি তোমাকে পড়তে
তোমাকেই ভালোবাসতে।
Advertisement