আমার বরষা
—– সুমন দত্ত
বর্ষা তোমার প্রিয় ঋতু জানবার পর থেকেই,
আমি নতুন করে শাওনের প্রেমে পড়েছি।
আষাঢ়কে আর নিঃসাড় অসাড় মনে হচ্ছে না,
বৃষ্টি আর তুমি হয়ে উঠেছ সমার্থক।
এখন বৃষ্টি নামে তোমার নামে
যেদিন বৃষ্টি নেই, মনে হয়
তোমার ভালোবাসাও নেই হয়ে গেছে।
এমন নয় যে, আমি কেবল বৃষ্টির রূপই দেখি
বা বৃষ্টির উছিলায় পৃথিবীর সৌন্দর্য
বা চোখ বুঝে শুনি বৃষ্টির ছন্দ, সুরেলা কবিতা
ঘরের ভেতর আমি একা, কেউ নেই
বাইরে লোকালয়ে শুধু বৃষ্টি, মানে তুমিই
বৃষ্টির আবেদন নিবেদন তীব্রতা তীক্ষ্নতা নিয়ে তুমি
— এই বোধ আমাকে পাগল করে দেয়
সময় মৌন আর শুধু আমরা দু’জন
আর আমার রক্তে এক অশনাক্ত অস্থিরতা
উফ! আবার বৃষ্টির প্রেমে আমি মাতাল দিওয়ানা!
কত যুগ পর আহা আবার এলে প্রেম– আমার বরষা!
….[আমার বরষা]
—– সুমন দত্ত।
Advertisement