“আমার শখের রঙিন ঘুড়ি”- আবুরুশত মতিনের ছড়া

0
321
Motin

আমার শখের রঙিন ঘুড়ি
আবুরুশত মতিন

আমার শখের রঙিন ঘুড়ি
দিলাম তোরে উড়ি,
আমায় নিয়ে যাবিরে তুই
চাঁদের বুড়ির বাড়ি!

চাঁদের বুড়ি চাঁদের দেশে
থাকে মহাসুখে
ইচ্ছে হলেই চরকা কাটে
একলা বসে বসে।

সেখান থেকে যাবি নিয়ে
তেপান্তরের মাঠে
করব দেখা ব্যাঙ্গমা আর
ব্যাঙ্গমীদের সাথে।

ঘুরব চেপে পঙ্খীরাজে
রাজপুত্রের সনে
কইব তারে যত কথা
আছে আমার মনে।

বলব তাদের আমার আদেশ
আমার এ দেশ হতে
দূর করিবি রোগ,শোক আর
দুঃখ যতো আছে।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“চিত্রকল্প” কবি পলাশ সাহা’এর কবিতা
পরবর্তী নিবন্ধ“ইছামতী-সংলগ্ন জনপদের জন্মমৃত্যু-উপাখ্যান” – অমিতকুমার বিশ্বাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে