আমি কেমন আছি -সজিবুল ইসলাম পান্নার কবিতা

0
651
Sajibul Islam Panna

আমি কেমন আছি

সজিবুল ইসলাম পান্না

আমি কেমন আছি?
বারি বিনে চাতক যেমন থাকে
আমি ঠিক তেমনি আছি।
আবার
প্রখর রোদে ছায়া বিনে একজন
পথিক যেমন থাকে
আমি ঠিক তেমন আছি।
হ্যা, আমি কেমন আছি?
জল বিনে নদী যেমন থাকে
আমি ঠিক তেমনই আছি।
হ্যা, আমি আছি তো!
ঐযে, জল বিনে বৃক্ষ যেমন থাকে
আমি ঠিক তেমনই আছি।
আবার,
আহার বিনে জীবের যে দশা হয়,
আমি ঠিক তেমনি আছি।
এর পরেও কি বলবেন আমি কেমন আছি?
তবে শুনুন,
পিতা মাতার স্নেহ বিনে
সন্তান যেমন থাকে,
আমি ঠিক তেমনি আছি।
আছি, এইতো এতো কিছুর মধ্যে দিয়ে
আমি বেশ ভালই আছি।

Advertisement
উৎসSajibul Islam Panna
পূর্ববর্তী নিবন্ধহ্যাপি নাটোর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ইফতার পৌছে দিলো
পরবর্তী নিবন্ধনাটোরে করোনার হামলা, আক্রান্ত ৮ জন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে