আমি শরৎকাল -সুমন দত্ত‘এর ছড়া

0
380
shmon

ছড়া : আমি শরৎকাল

ছড়াকার : সুমন দত্ত

ভোর গিয়েছে শিউলিতলা ছায়াহরিণ একা
ভাবের ঘরে দুয়ার খোলা নীরবতার দেখা।
দুর্বাদলে শিশির কণা ভাষাহারার কথা
শুনে ভাবল কীভাবে ওই জোছনা হলো লতা।

খুব গোপনে জোছনা-লতা গলা বাড়ায় ফাঁকে
নাক গলিয়ে পালিয়ে যায় মিঠা ব্যথার বাঁকে।
কার জোছনা চক্ষু নিল মায়ার ছায়া দিয়ে
কীভাবে এই আঁখির হলো ভাবের সাথে বিয়ে।

রোদ বৃষ্টি তীর্থে এলো তলিয়ে গিয়ে রসে
আটকে আছে ঝড়ের কুটো ভোলামনের কষে।
কার আদরে পুব আকাশে গালটা হলো লাল
হঠাৎ হাসি-কান্না বলে, “আমি শরৎকাল”।।

Advertisement
উৎসsuman datta
পূর্ববর্তী নিবন্ধচলমান দিনলিপি -কবি বেণুবর্ণা অধিকারী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশিরোপা -রূপম খীসা‘এর ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে