আষাঢ়ে গদ্য -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

0
308
Chandana Roy Chakraborty

আষাঢ়ে গদ্য

কবি চন্দনা রায় চক্রবর্তী

বোবা রক্তস্রাবে দুঃসময়ের জলছাপ
কেমন যেন অস্পষ্ট ।
অনির্দিষ্ট পথ আসন্ন প্রসবের সীমা থেকে
শিরা উপশিরা বেয়ে,
মৃত্যু পরবর্তী রাইগর মর্টিসের কোণ কিনারা
ভেদ করে, মস্তিষ্কের দরজায় অনবরত কড়া নাড়ে।
পঞ্চরিপুর অবদমিত শোকর্বাতা
গ্রহণযোগ্যতা হারিয়েছে কবেই।
তবু বিপ্রতীপ কোণের জঠরে
অনাবশ্যক হৃদয় বৃত্তান্ত, আলগোছে
পাতলা আস্তরণের মোহে পড়ে আছে।
ফুসফুসের জালকের, মৌনতার
নিস্পৃহ আবরণী ভেদ করে,
অযোগবাহ শব্দ গুলো কখন যেন,
বিস্তৃতির ধারাবিবরণী শুনিয়েছে।
তবু শব্দের কঠোরতা, মানসিক স্তর
অতিক্রম করতে না পারায়
চিরন্তন কবিতার বাচস্পতি
তথাকথিত আষাঢ়ে গদ্যের তকমা পেয়েছে।।

Advertisement
উৎসChandana Roy Chakraborty
পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসীদের ভয়ে ত্রস্ত নাটোরের কয়েকটি সংখ্যালঘু পরিবার
পরবর্তী নিবন্ধসৃষ্টি সমাধান -কবি এইচ এম সালাহউদ্দিন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে