ইচ্ছেরা যখন নি:শব্দে হেরে যায়… -যুক্তরাজ্য প্রবাসী, কবি নূরজাহান শিল্পী‘এর কবিতা

0
506
Nurjahan Rahman

ইচ্ছেরা যখন নি:শব্দে হেরে যায়…

কবি নূরজাহান শিল্পী

আজকাল আমার ভীষণ মানুষ হতে ইচ্ছে করে!
এমন ইচ্ছে কি অন্যায়?
পোষ্য নয় সুদূর প্রসারিত দিগন্তে-
ডানা মেলে উড়তে ইচ্ছে করে খুব।
কখনো বিদ্রোহী হয়ে উঠতে ইচ্ছে করে
সব ভেঙেচুরে সুনামির মতো
তলিয়ে যেতে ইচ্ছে করে
আচ্ছা এমন ইচ্ছেও কি অন্যায়?

আমি নারী হতে হতে অনঢ়
শীর্ণ বৃক্ষ হয়ে গেছি সেই কবে
আমার যে সবুজ হতে খুব ইচ্ছে করে।
শৈশবে খুব ইচ্ছে হতো রিক্সার হুড ফেলে
মাতাল হাওয়াকে একবার স্পর্শ করি
ভোরের শিশির ভেজা ঘাসে
নগ্ন পায়ে একটু হেঁটে চলি
শেষ গোধূলির সূর্যাস্ত দেখি
মনু ব্রিজের পাড় ঘেঁষে ।
প্রত্যাশার ইচ্ছেগুলোর মৃত্যু হয়েছে প্রতিনিয়ত।

মেনে নিয়েছি মেনে নেয়ার নিয়মে
মেনে নেয়ার নাম কি জীবন?
অকারনে কলকলিয়ে হাসতে মানা
শব্দ করে কথা বলতে মানা
একা কোথাও যেতে মানা
চার দেয়ালে বন্দি শালায় কাব্য লিখতে মানা
খুব করে সাজতে মানা।
বসন্তে বাসন্তী রং জড়াতে মানা
আমার শত শত ইচ্ছের
স্বপ্নের বলিদানে আমি নারী হয়েছি।
স্বপ্নগুলো যদি আবার জাগ্রত করি
আচ্ছা এমন চাওয়া কি খুব অন্যায় হবে?

বেহালার তানে ছিড়ে ফেলতে ইচ্ছে করে
লহরির জমাট বসন্ত।
নিকষিত হেম নয়, সুরা পান করতে ইচ্ছে জাগে
খুব ইচ্ছে জাগে উড্ডীন মেঘের ঘুড়ি হই।
বিহঙ্গের কলরবে জীবনের তাল খুঁজে নেই।
এমন খুঁজতে চাওয়া কি খুব অন্যায় হবে?
আমি নারী হতে হতে মানুষ হতে পারিনি।
আমার যে খুব মানুষ হতে ইচ্ছে করে!

Advertisement
উৎসNurjahan Rahman
পূর্ববর্তী নিবন্ধকরোনা হয়নি এমপি শিমুলের
পরবর্তী নিবন্ধদেবাশীষ সরকার‘এর দুটি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে