উহান থেকে দ্বারে -কামাল খাঁ‘এর ছড়া

0
259
কামাল খাঁ

উহান থেকে দ্বারে

কামাল খাঁ

উহান থেকে বিশ্ব
কী ভয়ানক দৃশ্য!
দেশের ভেতর হানা
জীবাণু দেয় ছানা।
প্রথমত ঢাকায়,
উঁকি দিয়ে তাকায়।

তারপরে যায় বিভাগে,
মরে-বাঁচে দ্বি-ভাগে।
আস্তে ধীরে জেলায়,
তবুও দিন হেলায়।
জেলার পরে থানায়,
এসে গেছি জানায়।

ইউনিয়ন ও পৌরে,
থামে এসে দৌঁড়ে!
ওয়ার্ডে তাড়াতাড়ি,
খোঁজে লোকের বাড়ি!
করোনা এখন দ্বারে,
হঠাৎ কড়া নাড়ে!

Advertisement
উৎসকামাল খাঁ
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, চলছে গরুর হাট
পরবর্তী নিবন্ধলকডাউন -কবি রুমি চৌধুরী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে