নিষ্কৃতি
কবি অনসূয়া যূথিকা
অনেকদিন ভেবেছি তোমায় লিখবো, একটা চিঠি!
হাতে বানানো অমসৃণ কাগজের জমীনে।
আমার অসমাপ্ত কথন, পঙ্ক্তিতে সাজিয়ে।
নাহ, তাতে ইত্বর ছেটাবো না।
দিতে চাইনা জারবানার ছেঁড়া পাঁপড়িও।
ও তুমি অনেকই পেয়েছো আজতক।
মসৃণ কপোল বেয়ে উষ্ণ প্রস্রবণ নামে
ফের শুকিয়ে যায় দ্রোহের আগুনে
রূপ নেয় জ্বলন্ত লাভায়!
তবে লিখবো, ঠিক লিখবোই দেখো তুমি
আর অমোঘ নির্দেশে স্বপ্নের ফেরিওয়ালা
বেপথু হাওয়ায় চুল উড়িয়ে
সেই নিস্কৃতির চিঠিখানা
পৌঁছে দেবে তোমার নতুন ঠিকানায়
আমায় যা জানতে দাওনি কখনো,
অগাধ মুন্সিয়ানায়।
Advertisement