নিষ্কৃতি -কবি অনসূয়া যূথিকা‘এর কবিতা

0
231

নিষ্কৃতি

কবি অনসূয়া যূথিকা

অনেকদিন ভেবেছি তোমায় লিখবো, একটা চিঠি!
হাতে বানানো অমসৃণ কাগজের জমীনে।
আমার অসমাপ্ত কথন, পঙ্ক্তিতে সাজিয়ে।
নাহ, তাতে ইত্বর ছেটাবো না।
দিতে চাইনা জারবানার ছেঁড়া পাঁপড়িও।
ও তুমি অনেকই পেয়েছো আজতক।
মসৃণ কপোল বেয়ে উষ্ণ প্রস্রবণ নামে
ফের শুকিয়ে যায় দ্রোহের আগুনে
রূপ নেয় জ্বলন্ত লাভায়!
তবে লিখবো, ঠিক লিখবোই দেখো তুমি
আর অমোঘ নির্দেশে স্বপ্নের ফেরিওয়ালা
বেপথু হাওয়ায় চুল উড়িয়ে
সেই নিস্কৃতির চিঠিখানা
পৌঁছে দেবে তোমার নতুন ঠিকানায়
আমায় যা জানতে দাওনি কখনো,
অগাধ মুন্সিয়ানায়।

Advertisement
উৎসঅনসূয়া যূথিকা
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় দূর্গোৎসবের মহানবমীতে ২৪ মন্ডপ পরিদর্শন এমপি’র
পরবর্তী নিবন্ধচল আরেকটি বার প্রেমে পড়ি -কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে