একটি জিজ্ঞাসা
গোলাম কবির
যে যুবক একদিন প্রেমিকার অথবা
স্ত্রীর অশ্রুসজল চোখের আকুতি
উপেক্ষা করে যুদ্ধজয় শেষে
আর ফিরেনি গৃহে, শহীদ হয়ে
বাংলার কোনো এলাকার মাটির বুকে
ঘুমিয়ে পড়েছে, হয়তো তার চিহ্নটুকুও
এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে অথবা
অবহেলায় পড়ে আছে পশুচারণ ভূমিতে
অথবা অবিবেচক মানুষের অশালীন
আচরণ কিংবা নেশাখোর মানুষের
নেশা করার অভয় অরণ্যে, তাঁর চোখে
যে স্বপ্ন ছিলো তা কী সত্যি হয়েছে!
বালিশ কাব্য, মশারি কাব্য,খাম্বা দূর্নীতির
এই মচ্ছব লাগা , মানুষের অধিকার
কেড়ে নিয়ে বারবারই ইতিহাস বিকৃতি
ও বিস্মৃতির এবং এখনো ধর্ষিতা নারীর
ক্রন্দসী নদীর ঢেউয়ে উত্তাল উন্নয়নের
জোয়ারে ভাসতে থাকা এই দেশে
আজ স্বাধীনতার পঞ্চাশ বছর শেষে
আমার এ জিজ্ঞাসা
সমগ্র দেশবাসীর প্রতি,
এই জন্যই কী তাঁরা যুদ্ধে গিয়েছিলো?
Advertisement