একদিন আলো ঠিক আসবে – কামাল খাঁ এর কবিতা

0
271
কামাল খাঁ

একদিন আলো ঠিক আসবে
কামাল খাঁ

মিন মিন করে কথা বলছো
সায় নেই তবু মিলে চলছো
দিনরাত একা একা জ্বলছো
মোম হয়ে ভেতরেই গলছো।
তুমি চাও বিবেকের মুক্তি
আছে বহু তোমারও যুক্তি
বুকে রাখো প্রকাশিত উক্তি
তারসাথে গোপনীয় চুক্তি।
তুমি রোজ একা হয়ে যাচ্ছো
ভাবনায় সেটা টের পাচ্ছো
নিরিবিলি দানাপানি খাচ্ছো
নিঃশ্বাস নিয়ে শুধু বাঁচছো!
একদিন আলো এসে হাসবে
মানুষের মুখগুলো ভাসবে
চারিপাশে আঁধারকে নাশবে
একদিন আলো ঠিক আসবে!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ছিনতাইকারী চক্রের ৪ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়া সদর ইউনিয়নে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে