একবার মানুষ হই – শেখ রিপন এর কবিতা

0
649
Ripon

একবার মানুষ হই
শেখ রিপন

একবার বাঁচার প্রত্যাশা
শুধুই একবার…
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত মাখলুকের
শুধু একটাই আরাধনা..
এ যাত্রায় যেন ভেলাই ভেঁসে কিনারাই পৌছাই।
আহ! যদি এমন হতো…
সকলে একবার মানুষ হবার তরে
যদি সকল সুখ সকলের তরে
উড়িয়ে দিতো মেঘের ডানাই
মুক্ত হতো আকাশ
দূষিত হতো না বাতাসের ঘ্রাণ
হলুদে বির্বণ হতোনা সবুজার্ভ প্রকৃতি
লজ্জায় গাঁ ঢাকা দিতোনা বন্যপ্রাণী
নদীর জল হতোনা কলঙ্কীনি।

চলো!
“শুধুই একবার সবাই মানুষ হই
মানুষের করি মহাময় “

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের খলিশাডাংগা নদীর ধান ভেসে গেলো আগাম বর্ষায়, ভুমিহীন কৃষকের স্বপ্নভঙ্গ
পরবর্তী নিবন্ধগীতি – লিপি চৌধুরী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে