“একাকী এক জনম”- কাজী আতীকের কবিতা

0
375

একাকী এক জনম/
কাজী আতীক।

একাকী আকাশ, একাকী সাগর
উত্তাল, তোলপাড় আগ্রাসী ঢেউ,
নীলজলে নীলাকাশ,
যেনো মিশে একাকার
যা কেবল চোখের বিভ্রম
আসলে একাকীই দুজন,
একাকী সাগর, আকাশ একাকী অনুপম,

নোনা জল, নোনা জল
যেনো গভীর কান্না জড়িয়ে সমুদ্র হৃদয়
যদিও অজস্র নদ নদী বৃষ্টি অঝোর
মিঠে পানির স্রোতধারা
ঢালছে করুণা- ধরে অনন্ত সময়
তবু নোনা জল, নোনা জল
কান্না না থামা অশ্রু আপ্লুত
অভিমানী শিশুটি যেমন,

ইদানীং আমারও মনে হয় এরকম,
হয়তো আমরাও আকাশ সাগর যেমন
উত্তাল তরঙ্গ শোভন একাকী এক জনম।

(নিউ ইয়র্ক, ৫ মার্চ ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“সূর্য ও জল” – আসাদজামানের কবিতা
পরবর্তী নিবন্ধ“মরীচিকা” -শাপলা জাকিয়া‘এর ভৌতিক গল্প -পর্ব-০৪

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে