এখন আমার রাত্রিগুলো বড় সুদীর্ঘ – এ কে দুলাল এর কবিতা

0
262
Dulal

এখন আমার রাত্রিগুলো বড় সুদীর্ঘ – এ কে দুলাল

মধ্যরাত্রি হয়ে গ্যাছে-
এখনো পর্যাপ্ত সিগ্রেটের মজুদ রয়ে গেছে আমার।
যদিও খুব একটা দামী ব্রান্ড নয়।
বাজারের সেরা সস্তাটাই আমার পছন্দ আজকাল।
কারন এখন আমার রাত্রিগুলো বড় সুদীর্ঘ।
কেয়ামত পর্যন্ত প্রলম্বিত যেন।
বেশি দামী সিগ্রেটে রাত্রি যাপন করার মত পয়সা আমার নেই।

চাকরীবাজার নামে যে পত্রিকাটি কিনে এনেছি গতকাল,
তার প্রতি কোন আগ্রহই পাচ্ছিনা আর।
পেয়েও লাভ নেই কোন।
চাকরীতে আবেদন করতে গেলেও পয়সা লাগে দেদার।
তারচেয়ে বরং আজ রাত্রি উদযাপন করি।
এই দীঘল রাত্রিতে ডেকে আনি কোন সুদূরতমাকে!
জনবিরল স্টেশনের পাশ ঘেঁষা রেলপথে তার হাত ধরে হেঁটে চলি কিছুক্ষণ
পৃথিবীর নবীনতর কোন মেঠোফুল গুঁজে দেই তার নিবিড় খোঁপায়
অস্ফুটে বলি তারে -এই অযুত নক্ষত্রের রাত, নিহারিকা,
রাতচোরা পাখিদের ছন্দিল গুঞ্জরণ,
বহুদূরাগত হিমেল হাওয়া, এই নম্র মৌনতা-
সব তোমাকে দিলাম!

আজ তবে মহাযজ্ঞের মত রাত্রি উদযাপন করা যাক!
আজ তবে ভুলে যাই মাদকাচ্ছন্নের মত কিছুক্ষণ –
স্বপ্ন দেখার মত চোখ সবার থাকতে নেই।
ভুলে যাই কিছু চোখে শুধু ঘুমোবার, জল ঝরাবার।
কিছু চোখে নেমে আসে শুধুই রাতের আঁধার
কিছু চোখে স্বপন দেখা নাজায়েজ খুব।

এসো হে,
আজ তবে মৃত্যুর মত এই অন্ধকারকেই উদযাপন করি,
মহাকাল বিস্তৃত এই ঘন আঁধার পুড়ে যাক তবে –
সস্তা ব্রান্ডের সিগ্রেট আগুনে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধনাটোরের চিনিডাঙ্গা পদ্মবিল অস্তিত্ব সংকটে !! প্রশাসনের কারসাজিতে দলিল হচ্ছে খাস জমির!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে