এখনো স্বপ্নে দেখি -কবি সেলিনা আখতার‘এর কবিতা

0
367
Salina Akhtar

এখনো স্বপ্নে দেখি

কবি সেলিনা আখতার

(একজ শ্রদ্ধাভাজনের স্মৃতি নিয়ে লেখা)

হেমন্তের শুরুতে শিউলির নুয়ে পড়া ডালে,
এখনো কিছু ফুল ফুটে আছে।
বইয়ের আলমিরাতে সেই কবে কেনা বইগুলো,
কালো অক্ষরে সাজানো গল্পগুলো আগের মতোই আছে।
যে ঘর ছেড়ে তুমি চলে গেছ,
সেই ঘর এখনো আগের মতোই রোজ কেউ পরিস্কার করে,
কে করে, আমি শুধু সেই খবর নেইনা।
তোমার সাথে রোজ ভোরে যে বাগানে হেঁটেছি,
এখনো রোজ সূর্য ওঠার আগেই আমি সেখানে যাই,
কুড়িদের ছুঁয়ে দেখি, ফুল ঝরে পড়া দেখি,
খালি পায়ে ঘাসের বুকে হেঁটে তোমার স্পর্শ খুঁজি।
এই বাগানেও হয়তো কেই জল দেয়, যত্ন করে,
কে করে আমি তার খবর নেইনা।
যে ঘরমায় তুমি একদিন রিনিঝিনি নূপুর পায়ে ঘুরেছ,
আমি এখনো কান পেতে থাকি
সেই নূপুরের ঝংকার শোনার অপেক্ষায়।
হয়তো তোমার সেই স্মৃতিময় ঘর জুড়ে তুমি হেঁটে যাও,
হয়তো এখনো ফেল দীর্ঘশ্বাস, আমাকে দেখ,
আমি ছূঁয়ে যাওয়া বাতাসে তোমার স্পর্শ পাই,
শুধু যে মুখখানি দেখতে ব্যকুল দুটি চোখ,
তাকে দেখতে পায়না।
দেয়ালে টাঙ্গানো ছবি হয়ে তুমি হয়তো ভালো আছ,
স্থির চোখে এখনো হয়তো দেখ,
তোমার ফেলে যাওয়া সংসার।
শুধু বদলে যাওয়া দেখ, আমি বদলে যেতে পারিনা,
এখনো আগের মতো তোমাকে খুঁজি ,
তোমার নিকোনো উঠোনে হাটি,
এখনো বাতাসে কান পেতে রাখি হয়তো ডকবে একবার,
এখনো স্বপ্নে দেখি ফেলে আসা সেই দিন বারবার।।

২৫/১০/১৮

Advertisement
উৎস Salina Akhtar
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মাদক সেবনের দায়ে ৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধভাটির দেশ -কবি সুপ্তি জামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে