কবি শাহেদ কায়েস আমার বন্ধু,আপনাকে জন্মদিনের শুভেচ্ছা- স্বকৃত নোমান 

0
317

কবি শাহেদ কায়েস আমার বন্ধু,আপনাকে জন্মদিনের শুভেচ্ছা- স্বকৃত নোমান

আমরা ট্রেনে করে দূরে কোথাও যাচ্ছি।  শাহেদ ভাইকে বললাম, শাহেদ ভাই, আপনি ভেতরে বসেন, আমি জানালার পাশে বসব। সঙ্গে সঙ্গেই তিনি বলবেন, ওকে নোমান, বসেন। কিংবা কোনো আবাসিক হোটেলে আমরা রাতে থাকছি। এক রুমে একটাই সিঙ্গেল খাট। ফ্লোরে আরেকটা বেড। তাঁকে যদি বলি, আপনি নিচে থাকেন, আমি উপরে থাকি। তিনি এক মুহূর্ত চিন্তা না করে বলবেন, ওকে, নো প্রবলেম।

কিংবা কোনো রেস্টুরেন্টে আমরা ভাত খাচ্ছি। তাঁকে বললাম, টাকা কম। আপনি ডিম-ডাল দিয়ে খান, আমি মাছ দিয়ে খাচ্ছি। তিনি বলবেন, ওকে নোমান, কোনো সমস্যা নেই। কিংবা কোনো সামাজিক উদ্যোগ নেওয়া দরকার। তাঁকে যদি বলি, চলেন শাহেদ ভাই, আমরা কাজটা করি। তিনি সঙ্গেই সঙ্গেই বলনে, শুরু করে দেন, আমি আছি।

তিনি কি মানুষ? না, একদম না। তিনি মানুষরতন। ক্ষুদ্রতা ও তুচ্ছতার উর্ধ্বে উঠে যাওয়া মানুষরতন। আমিও তাঁর মতো মানুষরতন হতে চাই, কিন্তু পারি না। শাহেদ ভাই বয়সে আমার সিনিয়র। কিন্তু বন্ধুত্বে বয়স কোনো বাধা নয়। কবি শাহেদ কায়েস আমার বন্ধু। আজ তাঁর জন্মদিন। প্রিয় শাহেদ ভাই, আপনার সঙ্গে জমে গেছে অনেক অনেক স্মৃতি। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকোন অভিযোগ নয় – গুলজার আহমেদ
পরবর্তী নিবন্ধপেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে নাটোর জেলা প্রশাসনের মনিটরিং

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে