করোনার ইতি -কবি প্রদীপ সরকার‘এর কবিতা

0
667
Prodip-Sarker

করোনার ইতি

কবি প্রদীপ সরকার

করোনা মহামারী বিশ্ব নিয়ে টানাটানি,
নাই টেস্ট, নাই কিছু মৃত্যুরও জানাজানি।
এমনি করে বাজারে মানুষের ঠেলাঠেলি,
মনে হচ্ছে এযেন মরা বাঁচার খেলাখেলি।
মরছে মানুষ, ধুঁকছে মানুষ জ্ঞানহীন সব,
যাব কোথায়, করবো কি হয়নাতো লাঘব।
হয় বাঁচো, নয়তো মর এটাই সবার জানা,
এ লড়াই লড়ছে সবাই মেলে ভাগ্য ডানা।
সরকার বলে মাস্ক পড়, নিরাপদ দূরে থাক,
জনগন বলে দেখ মজা ঢাকবোনা মুখ নাক।
মরতে তো হবেই সবার নিয়ম কেন এতো,
ঘরে থাকতে চায়না মন বাইরে সবাই যা তো!
এভাবেই কি ধ্বংস হবে আজকের সভ্যতা?
সমাধান দাও প্রভু, চাই তোমার সখ্যতা।
এ ভুবনে ছিলাম, আছি, আমরাই থাকবো,
হারবো না, মরবো না সাহসীরাই বাঁচবো।
বাঁচাও মানুষ, বাঁচাও ভুবন, বাঁচাও প্রকৃতি,
হে প্রভূ মানবের তরে করোনার টানো ইতি।

প্র. স. লা. ১০.০৬.২০২০

Advertisement
উৎসProdip Sarker
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে পূজা উদযাপন পরিষদের খাদ্য সহায়তা বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে কোটি টাকা নিয়ে পলাতক এনজিও মালিকের নামে মামলা ! বেরিয়ে আসছে নানান কুকীর্তি কাহিনী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে