করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলা করার জন্য রোডম্যাপ করা হয়েছে

0
252

নিজস্ব প্রতিবেদক:
করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ৪শতাংশ সুদে ঋণ দিতে ৫০০০ কোটি টাকা ঘোষণা করে সরকার। ঘোষিত সেই কৃষি ঋণ নাটোরে ২৩টি ব্যাংকের মাধ্যমে ৬৪কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলা করার জন্য রোডম্যাপ করা হয়েছে। উন্নয়ন সংস্থা লাইট হাউজ কর্তৃক এক অ্যাডভোকেসি সভায় নাটোরের অতিরিক্তি
জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, নাটোর জেলায় ৬৭কোটি টাকার কৃষি ঋণ বিতরণের টার্গেট নিয়েছে জেলার ২৩টি ব্যাংক। এখন পর্যন্ত ৬৪কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

উন্নয়ন সংস্থা লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন অর রশিদের পরিচালনায় অ্যাডভোকেসি সভায় বক্তব্য দেন, নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আলসাকিব বাকি, জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপন, নাটোর জজ কোর্টের আইনজীবী
অ্যাডভোকেট ভাস্কর বাগচী, নারী উদ্যোক্তা রুবিনা খাতুন সহ অন্যান্যরা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি স্পেশালিস্ট ইফাদ জেরিন। উন্নয়ন সংগঠন লাইট হাউস, দাতা সংস্থা ইউএসএইড, ইউকেএইড আর্থিক এবং কাউটারপার্ট ইটারন্যাশনাল এতে কারিগরি সহযোগিতা প্রদান করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিক সমিতির সম্পাদক পদপ্রার্থী মাওলানা রুহুল আমীন
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ার জামনগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা এক কাতারে!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে