কেন এমন হয় !
কবি আজাদুর রহমান
কেন এমন হয়!
ফুলেরা ঝরে যায়,
বিষাদে পাতা ভেজে-
জল মুখে খুলে যায়
জোনাকিদের স্কুল।
কেন এমন হয় !
পাথরেরা খসে যায়
অশ্রুতে কাঁপে আংগুল-
কিছু না বলে উড়ে যায়
গতকালের পাখি।
কেন এমন হয়!
ঘুমেরা উড়ে যায়
স্বপ্নে নাচে মিথ্যে-
কথার সমিতি বানায়
গোপন শামুকেরা
Advertisement