কোথাও গেলে না তো? -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

0
235
Chandana Roy Chakraborty

কোথাও গেলে না তো?

কবি চন্দনা রায় চক্রবর্তী

কোথাও গেলে না তো?
এই এখানে, একই জায়গায় রয়ে গেলে?
বহুদিন হয়ে গেল এখানে তোমার পা পড়ে না।
তাও প্রতিটি শব্দের আনাচকানাচে
তোমার উঁকিঝুঁকি মিশে থাকে।
এখানকার বারো দুয়ারি ধাঁধা
এখনো তোমার নামেই ওঠানামা করে।
তবু তুমি আনুষ্ঠানিক ভাবে এখানে থাকো না।
এখানকার রোদ জল হাওয়ায় প্রতিদিন যা পাই
তা আসলে তোমার ভাঙ্গা ভাঙ্গা অস্তিত্ব।
সূর্য ওঠা আর ডোবার মাঝখানে
বহু টুকরো তুমিই রোজ দাঁড়িয়ে…
আধার কার্ড, ভোটার কার্ডের কোথাও
তোমার নাম লেখা নেই,
চিঠির বাক্সের গায়ে জোর করে ঘসে তোলা হয়েছে
তোমার নামের শেষ অক্ষর।
তবু তুমি কোথাও গেলে না তো!
এই এখানে একই জায়গায় রয়ে গেলে!

Advertisement
উৎসChandana Roy Chakraborty
পূর্ববর্তী নিবন্ধনাটোরে স্ত্রীর করা মামলায় কারারক্ষী কারাগারে
পরবর্তী নিবন্ধচন্দন গাছ ও একজন কালীদা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে