ক্ষতিপূরণ -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা

0
447
শ্রী. বড়ুয়া বনশ্রী

ক্ষতিপূরণ

কবি বনশ্রী বড়ুয়া

সন্তর্পণে আড়ালে ছুঁয়েছো সুতল সুনীল নীলিমা,
গহীনে দেখো, কবিতার মৃত্যুতে
ঘুমিয়ে পড়া প্রেমিক ক্লান্ত-শ্রান্ত হয়ে
ভেসে যায় অলকানন্দার জলে।

ব্যথা বীণ বাজে কুয়াশার ভোরে,
গহীন আঁধারে ডুবে আছে পাহাড়ের সানুতল,
মাঝ গাঙে ডুবে মরা বিষাক্ত-
নিঃশ্বাসের সুগভীর কষ্ট…

ফিরে এসে ছুঁয়ে দাও তারে,
এন্টিসেপ্টিকে মিশিয়ে দাও মাদকতা,
পুরনো ক্ষতের মতো থরথর করে কেঁপে উঠুক
জীর্ণশীর্ণ ওষ্ঠযুগল….

কতটা মৃত্যুতে শেষ হবে জীবনের দায়!

শ্রী..

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধমানবিক সেবায় নিয়োজিত মেয়র উমা চৌধুরী
পরবর্তী নিবন্ধঝরাপাতা ও দীর্ঘশ্বাস -পলি শাহীনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে