খাওয়ার খবর -প্রদ্বিতীয় ছড়াকার কামাল খাঁ‘এর ছড়া

0
305
কামাল খাঁ

ছড়া : খাওয়ার খবর

প্রদ্বিতীয় ছড়াকার : কামাল খাঁ

কেউ খুঁটিয়া খায় কেউ লুটিয়া,
কেউ জুটিয়া খায় কেউ চুটিয়া।
কেউ আনিয়া খায় কেউ টানিয়া,
কেউ জানিয়া খায় কেউ ছানিয়া।
কেউ কাড়িয়া খায় কেউ মারিয়া,
কেউ ঝারিয়া খায় কেউ পাড়িয়া ।

কেউ তাকাইয়া খায় কেউ বাঁকাইয়া,
কেউ ঝাঁকাইয়া খায় কেউ ছাঁকাইয়া।
কেউ চাটিয়া খায় কেউ খাটিয়া,
কেউ কাটিয়া খায় কেউ বাটিয়া ।
কেউ কিনিয়া খায় কেউ ছিনিয়া,
কে ফি-নিয়া খায় কেউ ঘি-নিয়া ।

কেউ তলাইয়া খায় কেউ পলাইয়া,
কেউ গলাইয়া খায় কেউ জ্বলাইয়া ।
কেউ উঠাইয়া খায় কেউ ফুটাইয়া,
কেউ ঘুটাইয়া খায় কেউ মুঠাইয়া ।
কেউ লুকাইয়া খায় কেউ চুকাইয়া,
কেউ টুকাইয়া খায় কেউ ঢুকাইয়া।

কেউ ছিলাইয়া খায় কেউ কিলাইয়া,
কেউ মিলাইয়া খায় কেউ ঢিলাইয়া ।
কেউ পুষিয়া খায় কেউ চুষিয়া,
কেউ ফুঁসিয়া খায় কেউ দুষিয়া ।
কেউ খুলিয়া খায় কেউ ভুলিয়া,
কেউ ঢুলিয়া খায় কেউ তুলিয়া ।

কেউ কাঠিতে খায় কেউ লাঠিতে,
কেউ মাটিতে খায় কেউ পাটিতে ।
কেউ বুনিয়া খায় কেউ গুনিয়া,
কেউ দুনিয়া খায় কেউ ছুঁ-নিয়া !
——————————-&
লেখার পর মনে হ’লো বাংলা ছড়াসাহিত্যে দু’খানি ‘খাওয়া’ বিষয়ক বিখ্যাত ছড়া আছে। একটি বাংলা সাহিত্যের শীর্ষ শিশু সাহিত্যিক,ছড়াকার সুকুমার রায়ের ‘খাইখাই’ অন্যটি খ্যাতিমান ছড়াকার লুৎফর রহমান রিটন-এর ‘আব্দুল হাই’। ঐ দু’টি ছড়ার পদতলে উৎসর্গ করলাম আমার এই নাদান ‘খাওয়ার খবর’ ছড়াটি। নিজের নয়, শুধু লেখাটির সাফল্য কামনা করি।

Advertisement
উৎসকামাল খাঁ
পূর্ববর্তী নিবন্ধপ্রাচীনবন্ধু -সাহিত্যিক এম. আসলাম লিটন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধআনন্দধামের পথে – কাজী সোহেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে