খেলা
কবি সুপ্তি জামান
একলা থাকাও আরাধ্য হয়
যেমন আরাধ্য হয় বন্ধুর সঙ্গে থাকা।
সময় তুমি রঙিলা এক নাও
মাঝি ছাড়াই চলেছ তো বেশ
কত দূরে যাবে?
কোন সে দূরের গাও!
কতই লম্বা বল আর মানব জীবন
আশি কিংবা নব্বই এ তিয়াস মেটেনা।
এতই বেদনার ভার
এতই উথাল পাথাল ঢেউ
ভাঙে সদাই হৃদ যমুনার কূল।
দূর থেকে দূরে সরে সরে যায় কূলের সীমানা
নাও বেয়ে আমি কূলে ভিড়াতে পারি না।
কূলের কাছে ছোট ছোট শিশু বালি নিয়ে করে খেলা
আমার খেলা সাঙ হলো কোন সে সুদূরের টানে।
Advertisement