সন্দীপ কুমার,গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুর করোনায় ঘরবন্দি হয়ে হাজাররো মানুষ। দিন মজুর শ্রমজীবিদের ঘরে খাবার নেই। এতে করে পরিবার পরিজন নিয়ে সমস্যায় পরছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী উপহার আওতায় ২৯ এপ্রিল সকাল ১১ টায় গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।আর খোঁজ নিয়ে জানাযায়, পৌরসভার ৫টি ওয়ার্ডে সর্বমোট ৪শত পরিবারে মধ্যে ওই সব খাদ্য সামগ্রী উপহার য়করা হয়েছে। এর মধ্যে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে ৩ টন এবং বিশেষ নগদ ত্রান তহবিল থেকে ১ টন চাউল বিতরণ করা হয়েছে। এতে পৌর চেয়ারম্যান, মো শাহনেওয়াজ আলী মোল্লা আর বলেন- করোনা পরিস্থিতিতে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। এতে দরিদ্ররা ঘরে আটকা পড়েছেন। দরিদ্রসহ মধ্যবিত্তরাও খাদ্য সংকটে পরেছেন। এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর উপহার আপনাদের মধ্যে পৌছাতে পেরে আমি ধন্য। এসময় উপস্থিত ছিলেন-গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌরসভার সচিব হাফসা শারমিনসহ কমিশনার বৃন্দ ।
গুরুদাসপুর পৌরসভা দুস্থদের মাঝে সরকারী খাদ্য সামগ্রী উপহার প্রদান
Advertisement