সন্দীপ কুমার,গুরুদাসপুর:মহামারী করোনা ভাইরাস (কভিট-১৯) সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকডাউন ঘোষণায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুরে করোনা পরিস্থিতিতে সাময়কি কর্মবিরতীতে থাকা চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। রোববার সকালে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত ৮০ জন চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে ওই সামগ্রী উপহার দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, আ’লীগ নেতা মাসুদ সরকার সহ প্রমুখ। আহম্মদ আলী মোল্লা আর জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১ হাজার কর্মহীন, অসহায়, হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হবে। এর আগে করোনায় কর্মহীন অসহায় প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমার এই খাবার সহযোগিতা সবসময় অব্যহত থাকবে।
গুরুদাসপুরে চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী উপহার
Advertisement