গোপালপুর পৌরসভা শতভাগ নাগরিক সেবা দিতে চান রিপন

0
264

গোপালপুর পৌরসভা
শতভাগ নাগরিক সেবা দিতে চান রিপন

লালপুর, নাটোর কণ্ঠ: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরবাসীকে প্রাপ্য নাগরিক সেবার শতভাগ দিতে চান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী ইকবাল হোসেন রিপন। সর্বদা রাজনীতির বিপরীত স্রোতের অনুকূলে থাকা এই পৌরসভার সর্বোচ্চ প্রতিনিধিত্ব বার বার নাগরিক আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। তাই আসন্ন পৌর নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি কাজে লাগিয়ে নাগরিক সেবা বৃদ্ধি ও কর্মসংস্থান নির্ভর আধুনিক পৌরসভা গড়তে চান ইকবাল হোসেন রিপন।

ইকবাল হোসেন রিপন নাটোর জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক। শিক্ষা জীবনে তিনি পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে রাকসুর বুদু-শরীফ পরিষদের মতিহার হল শাখার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি। ৯০’এর গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের কারণে ৯১ সালে বিএনপি নেতা ফজলুর হমান পটলের নির্যাতনের শিকার হয়ে রাজশাহীতে অবস্থান নেন এবংবর্তমান মেয়র খায়রুজ্জামান লিটনের সাহচর্য্যে রাজশাহী আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন রিপন জানান, ভারী শিল্প অধ্যুষিত গোপালপুর পৌরসভায় আগামী দিনে দেশী-বিদেশী বিনিয়োগ সম্ভাবনার সুযোগটি কাজে লাগাতে সর্বাধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় পরিবেশসম্পন্ন পৌরসভা গড়ে তোলাই তার লক্ষ্য। এছাড়া পৌর এলাকায় রাস্তাঘাট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, যানজট সমস্যা নিরসনে বাস-ট্রাকসহ পৃথক যানবাহন ষ্ট্যান্ড, আলোকিত পৌরসভা গড়তে পর্যাপ্ত সড়ক বাতি স্থাপন, জননিরাপত্তা নিশ্চিতে পৌর এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভার্চুয়ালি শিক্ষা কার্যক্রমের জন্য ওয়াইফাই সংযোগ স্থাপন, শিশুকিশোর ও বৃদ্ধদের জন্য পার্ক ও বিনোদন কেন্দ্র, সন্ত্রাস ও মাদক সমস্যা নিরসনে জনসচেতনতা তৈরীসহ পৌরসভার বিভিন্ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তিনি কাজ করতে চান।

ইকবাল হোসেন রিপন বলেন, বিগত বছরগুলোতে এই পৌরসভার বিএনপি সমর্থিত মেয়ররা নাগরিকদের জন্য উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি। ফলে নাগরিকরা তাদের প্রাপ্য মৌলিক সেবা থেকে একেবারেই বঞ্চিত। নাগরিকদের জন্য কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দেবেন বলে মনেপ্রাণে বিশ্বাস করি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচলনবিল সহ বিভিন্ন অঞ্চলের খালগুলো থেকে প্রকৃত মৎস্যজীবীরা বিতাড়িত
পরবর্তী নিবন্ধলালপুরে সড়ক দূর্ঘটনায় পাওয়ার ট্রলির ড্রাইভার নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে