ঘুম অথবা মৃত্যু -কবি আজাদুর রহমান

0
456
আজাদুর রহমান

ঘুম অথবা মৃত্যু

কবি আজাদুর রহমান

আপনার ভিতরে এক ঘোরতর শত্রু বসে আছে, আপনি জানেন, সময় সুযোগ মত সে আপনাকে ঠিক ঠিক রশিতে ঝুলিয়ে দেবে, আপনি তাই সিলিং ফ্যানের দিকে চেয়ে আছেন! মৃত্যু ভয়ে আপনি ঘুমুতে পারছেন না। তাছাড়া ঘুম নিজেও এক মৃত্যুর মহড়া, রাত যত গভীর হয়, তত সে মৃত্যুর অতি কাছ দিয়ে একাকী হেঁটে যায়। ঘুম যদি কোন ভাবে মৃত্যুকে একবার ছুঁয়ে ফেলে, তাহলে ঘুমের মধ্যেই মৃত্যু হবে আপনার।
ভয়ে আপনি সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছেন, আপনার ভিতরে বসে থাকা ঘোরতর শত্রুটিও আপনার ঘুমের অপেক্ষায় জেগে আছে।

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধনাটোর সদর এসিল্যান্ড করোনা আক্রান্ত, দোয়া কামনা
পরবর্তী নিবন্ধনাটোরে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে