ঘুম -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
428
আজাদুর রহমান

ঘুম

কবি আজাদুর রহমান

পৃথিবী এক দারুন ঘুমের বিছানা হতে পারত,
অথচ
আমরা ঘুম খুঁজে পেলাম না,
ঘুমের বদলে আমরা অস্থির হয়ে গেলাম,
কিসের জন্য এই অস্থিরতা,
আমরা জানি না।
আমরা শুধু অস্থির থেকে অস্থির হতে পারি
অস্থির হতে হতে আমরা একদিন
ঘুম ভুলে গেলাম।
পৃথিবী ঘুমিয়ে পড়ল।

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা তায়েজুল ইসলামের গণসংযোগ
পরবর্তী নিবন্ধকোন অভিযোগ নয় – গুলজার আহমেদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে