নাটোরে চলন ও হালতি বিল পরিদর্শনে প্রশাসনের সর্তকতা জারি
নাটোর কণ্ঠ রিপোর্ট: নাটোরের দর্শনীয় পর্যটন স্পট খ্যাত হালতির বিল চলনবিল পর্যটকদের পরিদর্শনের ব্যাপারে সতর্কতাঃ নির্দেশাবলী জারি করেছে জেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় নলডাঙ্গা উপজেলাধীন সকল নৌকা মালিক ও নৌযানে চলাচলকারী যাত্রীদের উদ্দেশ্যে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে ইউএনও আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এদিকে চলনবিল সিংড়া উপজেলা থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানায় জেলা প্রশাসনের একটি সূত্র।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৌসুমী বায়ু প্রবাহ ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে নৌ দূর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটছে। হালতি বিলে নাটোর ও পাশ্ববর্তী এলাকার জনসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও বিলে নৌকা ভ্রমনে সমবেত হচ্ছেন। নিরাপত্তার বিষয়টিকে প্রাধাণ্য দিয়ে বৈরী আবহাওয়া কালীন সময়ে আগত দর্শনার্থীদের নৌপথে ভ্রমণে সর্তকতা অবলম্বনে পরামর্শ প্রদান করা হচ্ছে। পাটুল ঘাট, হালতি বিল ও নলডাঙ্গা উপজেলায় চলাচলরত সকল নৌযানে জীবন রক্ষার পর্যাপ্ত সরঞ্জামাদি রাখার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে। একই সঙ্গে সকলের প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।