চলনবিলের প্রান্তিক কৃষক ফারুকের স্বেচ্ছায় ধান কেঁটে দিলেন সিংড়ার পৌর মেয়র

0
530
Chalanbill

মামুন অর রশিদ সিংড়া,নাটোরঃ- সিংড়া উপজেলায় এ্যাড,জুনাইদ আহমেদ(পলক) প্রতিমন্ত্রী মহোদয় এর নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের মত ৪ র্থ দিনেও নিংগোইন গ্রামে প্রান্তিক কৃষক ফারুকের ও আগুনে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারের একজন সদস্য মফিজ উদ্দীনের ০৩ বিঘা ধান কেঁটে দিলেন সিংড়া পৌর মেয়র, মোঃ জান্নাতুল ফেরদৌস ও তার সহযোগী সংগঠন কৃষক-লীগ, যুব-লীগ, শ্রমিক-লীগ ছাএ-লীগ, স্বেচ্ছাসেবক-লীগ সাংবাদিক, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ডাকে সারা দিয়ে স্বেচ্চায় সাধারন কৃষকের পাশে দাড়িয়ে মাঠে নেমেছেন অনেকেই। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সবাই কে ঘরে থাকার জন্য মাইকিং ও বিভিন্ন মসজিদে প্রচারনা করে সবাইকে জন সচেতনতামূলক নির্দেশ পালন করতে করজোরে অনুরোধ করেন। সিংড়া পৌরবাসীর জন্য হটলাইনে কল করলেই ঘরে ঘরে খাবার ও নিত্য-প্রয়োজনীয় জিনিস চলো সার্ভিস এর মাধ্যমে নাম পরিচয় গোপন রেখে পৌঁছে দিচ্ছেন।করোনা ভাইরাস এর প্রভাবের ইরি মৌসুমে প্রান্তিক কৃষকের বাড়িতে সাধারন শ্রমিক সেজে ধান কেঁটে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছেন। কৃষকের ধান কাঁটা শেষ না হওয়া পর্যন্ত তিনি এ কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার
পরবর্তী নিবন্ধকোথায় দাঁড়িয়ে আমি? -আসাদজামান‘এর ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে