জলছবি
কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী
মনের আকাশে মেঘ,
এ-তো মেঘ নয়, আমার আবেগ।
অভিমানী মন,
খুঁজেছিলো সে উঠোন।
যে উঠোনে একদিন,
পড়েছিলো তার পা।
গাছ গুলো জবুথবু,
বৃষ্টিতে একাকার।
আমি ভাসি অভিমানে,
মন জুড়ে হাহাকার।
মেঘ মাঝে জল চাই,কাতরাই,
নদী পেয়ে ডুবে যাই।
বাঁচতে যে সাঁতরাই,
কেউ যেনো ডেকে বলে,
কোথাও তো কূল নাই , ঠাঁই নাই,
নাই ঠাঁই।
Advertisement