নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর সংবাদদাতা:
“জলতাঙ্ক নির্মূলে টিকা দান, পারষ্পরিক সহযোগিতা বাড়ান” এই প্রতিপাদ্যকে সামনের রেখে বিশ^ জলাতঙ্ক দিবস-২০২০ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা সহ অন্যান্য মেডিকেল অফিসার ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) আহম্মেদ রিজভী।
উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে জলাতাঙ্ক নির্মূলে কাজ করতে হবে, কোন কোন প্রাণী কামড়ালে জলতাঙ্ক রোগ হবে, কিভাবে সেগুলা প্রতিরোধ/ প্রতিকার করা যাবে।
জলাতঙ্ক দিবসে লালপুরে আলোচনা সভা
Advertisement